Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইকেল নিয়ে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২২:৩৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০১:০০

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামে পুকুরে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) এবং মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)। তারা দু’জনই একই গ্রামের পাশাপাশি বাসিন্দা ও স্থানীয় একই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট দূরে জনৈক সাঈদ মিয়ার বাড়ির পাশে অবস্থিত পুকুরের ধারে যায় তারা। সেখানে অসাবধানতাবশত সাইকেলসহ দুজন পুকুরে পড়ে যায়।

বিজ্ঞাপন

পরে সন্ধ্যা দিকে স্থানীয় ইব্রাহীম আলী নামে এক ব্যক্তি পুকুরে দুই শিশুকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর