Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
ক্যাচ মিসেও ‘ভালো কিছু’ খুঁজে পাচ্ছেন হাসান মাহমুদ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০৮:২৪

হাসান মাহমুদ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের শুরুতেই একের পর এক ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। টানা তিন ওভারে তিন ক্যাচ মিস বেশ প্রশ্নের মুখে ফেলেছে বাংলাদেশের ফিল্ডিংকে। তবে দিনের খেলা শেষে বাংলাদেশ পেসার হাসান মাহমুদ বলছেন, ক্যাচ মিস হলেও এসবের মধ্যে ইতিবাচক দিকই খুঁজে পাচ্ছেন তিনি।

সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। সাত সকালেই তিনটি সহজ ক্যাচ ছেড়েছেন মিরাজ-শান্তরা। আর এতেই গতি পায় আইরিশ ইনিংস। লাঞ্চের পর ঘুরে দাঁড়ালেও দিনশেষ আয়ারল্যান্ড তুলেছে ৮ উইকেটে ২৭০ রান।

হাসান মাহমুদ বলছেন, ক্যাচ ছাড়ার মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন তিনি, ‘এটা খেলারই অংশ, ক্যাচ পড়বেই। আমরা চেষ্টা করি এটাকে ইতিবাচক হিসেবে নিতে, সুযোগ তো তৈরি হচ্ছে। ফিল্ডাররা আরও প্রস্তুত থাকে পরের ক্যাচের জন্য। কিন্তু অবশ্যই ভালো লাগে না, ক্যাচ তো মিস হয়েছে। কিন্তু সবাই চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

হাসান জানালেন, ফিল্ডিংয়ের প্রতি সবাই বাড়তি মনোযোগ দিচ্ছেন, ‘আমি মনে করি সবাই যথেষ্ট পরিশ্রম করছে ফিল্ডিংয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করছি মাঠে এসে। চেষ্টা করছি যাতে আরেকটু উন্নতি করা যায়। কিন্তু খেলার মধ্যে এটা হতেই পারে। হয়তো আজকে অনেকগুলো মিস হয়েছে। কিন্তু পরেরবার আর হবে না বা আরও কমে যাবে।’

সব মিলিয়ে দিনটা মন্দ কাটেনি বাংলাদেশের, মানছেন হাসান, ‘কিছু সময় কটেছে যেখানে আমরা খুব স্বাচ্ছন্দ্যে ছিলাম। আবার কখনো দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি। আমার মনে হয় মন্দ দিন কাটেনি। শেষ বলে উইকেট হারানোয় হয়তো দিনটা বাংলাদেশের দিকে হেলে গেছে।’

বিজ্ঞাপন

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর