Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চীনের সমরাস্ত্র কিনলে যুক্তরাষ্ট্র আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে না’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২০:১৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২২:১০

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: চীনের সমরাস্ত্র কিনলে আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, চীনের দিকে বাংলাদেশ ঝুঁকছে না। বরং বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে যাচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এখন চীন থেকে সমরাস্ত্র কিনলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে বলে আলোচনা চলছে। নানা সময়ে বলা হচ্ছে, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে। এ বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান এক সাংবাদিক। এই প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা ব্যালেন্স সম্পর্ক বজায় রেখেছি এবং রাখছি।

বিজ্ঞাপন

উপদেষ্টার জবাবের পরিপ্রেক্ষিতে সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে নিষেধাজ্ঞার কোনো ভয় নেই? জবাবে উপদেষ্টা বলেন, আমি মনে করি না যে, আমাদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে।

সম্প্রতি জাতিসংঘে চিঠি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যে কেউ যেকোনো কিছু নিয়ে জাতিসংঘে যেতে পারে। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে তখন ওটা আমরা দেখব।

জাতিসংঘে শেখ হাসিনার বিচারের বিষয়ে ব্রিটিশ আইনজীবীর চিঠি প্রসঙ্গে অপর প্রশ্নের জবাবে তিনি জানান, জাতিসংঘ কিছু জানায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর