Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৫ ১২:৪৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৪

ছবি: আলজাজিরা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) এসব হামলা চালায় দখলদার বাহিনী। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছিলেন শেবা শহরের দুই ভাই। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে হারমোন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।

হামলার ফলে তাদের এসইউভি গাড়িতে আগুন ধরে যায় এবং তারা নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরে জানিয়েছে, বারাশিত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব হামলা লেবাননের হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে।

বিজ্ঞাপন

তাদের দাবি, নিহত ব্যক্তিরা ২০২৪ সালে তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে সই করা যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘হুমকি’ সৃষ্টি করছিলেন।

চুক্তি সইয়ের পর থেকে ইসরায়েল এমন অজুহাত দেখিয়ে বারবার লেবাননে নতুন হামলা চালিয়ে আসছে।

এর আগে, দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহরে একটি যানবাহনে ইসরায়েলি ড্রোন হামলায় সাতজন আহত হন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর