Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি বন্ধ হলে এক বছরে দেশ ঘুরে দাঁড়াবে: হেলাল উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২২:৫০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১০:০৭

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল উদ্দিন।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচিত হলে উন্নত বিশ্বের মতো সংসদে সিটি ম্যাজিস্ট্রেসি আইন বিল উত্থাপন করা হবে। যে আইনের মাধ্যমে এলাকায় আরও যত উন্নয়ন কাজ আছে সংসদ সদস্যদের মাধ্যমে সবগুলো একসঙ্গে নোট পাশ করা হবে। এতে করে রাষ্ট্রের ব্যয় কমবে, দুর্নীতি রোধ করা সম্ভব হবে। যদি দুর্নীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে পাঁচ বছর নয়, এক বছরে দেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত নারী ভোটারদের নিয়ে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘একটি দল সংস্কার চায় না। যখনি সংস্কারের কথা আসে তারা নানাভাবে বাধা সৃষ্টি করে। কারণ তারা জানে, সংস্কার হলে মানুষ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, টেন্ডারবাজদের ভোট দেবে না। ওই দলটি ছলে-বলে-কৌশলে ক্ষমতা দখল করতে চায়। ছাত্র-জনতা এ জন্য জীবন দেয়নি।‘

সনাতন ধর্মালম্বী একজন নারী ভোটারের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে অন্য একজন বাংলাদেশের নাগরিক তিনি কোন ধর্মের মানুষ তা যাচাই করা হবে না। এখানে ধর্মের ভিত্তিতে কেউ ব্যবহার হবে না, নাগরিক হিসেবে সবাই সমানভাবে বিবেচিত হবে। কে কোন ধর্মের মানুষ এটা যাচাই করা হবে না।’

ইসলামী ব্যাংকের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এ ব্যাংক শরিয়া অনুযায়ী পরিচালিত হলেও সব ধর্মের নাগরিকেরাই এর সেবা পেয়ে থাকে। সেখানে কে কোন ধর্মের বিবেচনা করা হয় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলেও সমানভাবে সকলের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’

থানা আমির মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন।

রমনা থানা অর্থ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে রমনা থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সমাবেশে স্থানীয় নারীরা অংশ নেন।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর