ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আমরা ১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনেই দলের প্রার্থী চাই।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখার পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয় তিনিই যোগ্য হবেন। তবে একইসঙ্গে নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে, তাদের প্রাণের দাবিও আমার শুনতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। বর্তমানে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। যে আসনগুলো শরিকরা চেয়েছে, সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দ্রুতই এসব আসনে প্রার্থী ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। বাকি ৬৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি।
তালিকায় রুমিন ফারহানার নাম না থাকায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি ও থাকব। আজ আমি যে পর্যায়ে এসেছি, তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম, শ্রম ও অর্থ ব্যয় রয়েছে। নেতাকর্মী ও ভোটাররা যে সিদ্ধান্ত নেবেন, আমি তাদের সঙ্গে থাকব।’
সভায় সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা। উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ এবং আশুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক গাজী মুফতি দেলোয়ার হোসেন বেলালী।