Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করায় অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৬:২৬ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ১৮:২৫

বানাতিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: কলাপাড়ায় সাত মাস বয়সী গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে মো. সুলতান (৫৫) নামের এক কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

অভিযানে কলাপাড়া থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের সহযোগিতায় বানাতি বাজার কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, ‘বানাতি বাজার সংলগ্ন খালপাড়ে পশুজবাই ও গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০২১-এর ৮ বিধি লংঘনের অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন