Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-সন্তানকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২৩:৫০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১০:১২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পোস্তগোলা মোড়ে ট্রাকচাপায় সাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গ্রাম থেকে ফেরা স্ত্রী-সন্তানকে আনতে যাচ্ছিলেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে যুবকটি ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাসপাতালে মৃত সাকিবের চাচাতো ভাই সাবু হোসেন জানান, তাদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বহলবাড়িয়া গ্রামে। সাকিব বর্তামনে ফতুল্লার রসুলপুর এলাকায় স্ত্রী হালিমা আক্তার ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার স্ত্রী হালিমা আক্তার দুই সন্তানকে নিয়ে গ্রাম থেকে ঢাকায় ফিরছিল। সাকিব তাদের আনতে পোস্তগোলা মোড়ে যায়। সেখানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা যান তিনি।

কদমতলি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজাহিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে পোস্তগোলা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়। এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর