কুমিল্লা: কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপি’র মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন তার সমর্থকরা। বুধবার (৫ নভেম্বর) বিকেলে তারা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।
বিকেল সাড়ে ৪টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনে শত শত নেতাকর্মী রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা এই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্লোগান দেন এবং মিছিল করেন। এ সময় লাকসাম জংশনে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস এবং হাসানপুর স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ফলে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে।
উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বিএনপি থেকে এবার মনোনয়ন পেয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। তবে দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির হয়ে সক্রিয়ভাবে কাজ করে আসা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
অভিযোগ রয়েছে, তৃণমূলের বিপুল সমর্থন থাকা সত্ত্বেও তাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে।
বিক্ষোভ চলাকালে বিএনপি নেতা মো. ইউসুফ মজুমদার বলেন, ‘মোবাশ্বের আলম ভাইয়া নাঙ্গলকোট ও লালমাইয়ে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। আমরা আশা করেছিলাম তিনিই মনোনয়ন পাবেন। কেন্দ্রীয় বিএনপির কাছে আমাদের দাবি—এই মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।’
একই দাবিতে যুবদল কর্মী সোহাগ হাসান বলেন, ‘দীর্ঘদিনের নিবেদিত কর্মীর প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। আমরা মোবাশ্বের ভাইয়াকে প্রার্থী হিসেবে চাই।’
নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ‘বিএনপি’র এক নেতার সমর্থকদের রেলপথ অবরোধের কারণে সাগরিকা ও মহানগর গোধূলীসহ কয়েকটি ট্রেন লাকসাম ও হাসানপুরে আটকে ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।