Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৬:২৭

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢাকা: পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর