Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৪:৩১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৫:৪৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ দেশপ্রেমিক দল ও নেতাকেই ভোট দেবে, যদিও কিছু একটি শ্রেণি আবার আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়।’

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, “ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় একটি দল। যারা বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে দেশের শাসনভার চায়?” তিনি আরও বলেন, “একটি শ্রেণি ভেবেছে আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু দেশের মানুষ দেশপ্রেমিককে ভোট দেবে। এদের ভুল ধারণা হয়েছে।”

বিজ্ঞাপন

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “দেশে এমন অবস্থা যে মনে হয় দেশের কোনো মালিক নেই। সবাই শুধু সংস্কারের কথায় ব্যস্ত, কিন্তু জনগণ কোন সহায়তা পাচ্ছে না। বেকারত্ব বেড়েছে, ঢাকার ফুটপাত ভরে গেছে দোকান-গাড়ি, মানুষের জীবনযাত্রায় চাপ বাড়ছে। সরকারের নজর নেই এসবের দিকে।”

মির্জা আব্বাস আরও বলেন, “একটি শ্রেণি দেশকে লুটেপুটে খেতে চাচ্ছে। বর্তমান সরকারের কার্যক্রম থেকে বোঝা যায়, তাদের নিজস্ব কোনো শক্তি নেই। সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে—একটি তাদের নিজের সৃষ্টি, অন্যটি একটি পুরনো দল। তারা যা বলে তাই হচ্ছে। জনগণের প্রয়োজন কোথায়? তার কোনো হিসাব নেই।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “সরকার এই ধরনের দলকে জেতানোর জন্য যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

মনোনয়ন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “সুন্দর মনোনয়ন হয়েছে। অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিছু কষ্টও পেয়েছেন। তবে তারেক রহমান ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বিশাল নির্বাচনী যাত্রাপথে নেমেছি। সবাই মিলে কাজ করে দলকে জয়ী করতে হবে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর