ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাচল ২ নম্বর লেনের একটি বাড়ির তৃতীয় তলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুই জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উত্তর বাড্ডা পূর্বাচল ২ নম্বর লেনের একটি বাড়ির তৃতীয় তলা থেকে ওই দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তৃতীয় তলার রুমের ওই দরজা বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল। তাদের আত্মীয়-স্বজনের সহায়তা দরজা খুলে ভিতরে প্রবেশ করে শায়িত অবস্থায় দু’জনের দেখতে পাওয়া যায়। তবে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, তারা স্বামী-স্ত্রী ছিলেন না। সাইফুল একটি মাদরাসার দারোয়ান ছিলেন। আর শাকিলা বাসা বাড়িতে কাজ করতেন।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তাদের মৃত্যুর কারণসহ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।