Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্তে ৬ কেজি অবৈধ রুপা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২২:৫০

অবৈধ রূপা জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি ৯১২ গ্রাম ওজনের অবৈধ রুপা জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রাম থেকে রুপা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দর্শনা সীমান্ত এলাকা ব্যবহার করে চোরাকারবারী চক্র রুপা পাচার করবে। এই সংবাদের ভিত্তিতে, বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার নম্বর ৭৭/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪ কিলোমিটার দূরে রুদ্রনগর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়।

বিজ্ঞাপন

টহলদল বিকেল সাড়ে ৫টায় সীমান্তের দিক থেকে দ্রুত গতিতে আসা ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মোটরসাইকেলযোগে যেতে দেখতে পেয়ে তাদের থামার জন্য সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। এরপর মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে তল্লাশি করে তার ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় রুপার বলগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়। জব্দকরা রূপা এবং মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮।

এই চোরাচালানের ঘটনায় দর্শনা বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকরা মোটরসাইকেলটি দর্শনা থানায় এবং ভারতীয় অবৈধ রূপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর