Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৮:৫০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৬:৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন।

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ‘শিক্ষা কোনো পণ নয়, এটি আমাদের অধিকার’— এই স্লোগানকে সামনে রেখে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানান।

বুধবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে ফর্ম ফিলাপসহ নানা খাতে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, ‘আমরা দরিদ্র দেশের সন্তান, শিক্ষা অর্জনের জন্য সংগ্রাম করছি। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যে পরিণত করেছে।’

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘অতিরিক্ত ফি বন্ধ করো’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ করো’, ‘শিক্ষা আমাদের অধিকার’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদে উপস্থিত শিক্ষার্থীরা আরও ঘোষণা দেন, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত অতিরিক্ত ফি আদায় বন্ধ না করে, তবে পরবর্তীতে বৃহত্তর মানববন্ধন ও ফর্ম ফিলাপ বর্জন কর্মসূচি পালন করা হবে।

আয়োজকরা জানান, আজকের কর্মসূচিটি ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রতিবাদ। তারা সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

ফারুক বলেন, ‘আমরা কেউ বিশৃঙ্খলা চাই না, আমরা শুধু চাই ন্যায্যতা। শিক্ষা পেতে অতিরিক্ত টাকা নয়, আমাদের পরিশ্রমই হোক মূল মূল্য।’

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

ভালোবাসায় ধোঁকা! কেন?
৮ ডিসেম্বর ২০২৫ ২০:২৮

আরো

সম্পর্কিত খবর