Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছাল জুনিয়র বৃত্তি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৮:০৩

ঢাকা: ‎পিছিয়েছে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়। ২১ ডিসেম্বরের মধ্যে পরিবর্তে এ পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরু হবে। ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর নতুন এ সূচি প্রকাশ করে।

বুধবার (২৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর বিএম আব্দুল হান্নান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

‎নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। এর মধ্যে, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টা করে মোট তিন ঘণ্টায় অনুষ্ঠিত হবে।

‎বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। এছাড়া, প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাতদিন আগে নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বেরোবির সমাবর্তন স্থগিত
৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর