মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন মেলিসা সোমবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে ক্যাটাগরি-৫ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়টির কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিমি পর্যন্ত হারিকেন মাত্রার বাতাস ও ৩১৫ কিমি পর্যন্ত ট্রপিক্যাল ঝড়ো বাতাস ছড়িয়ে পড়ছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৫টায় হারিকেনটির অবস্থান ছিল জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমে। বর্তমানে এটি ঘণ্টায় ৬ কিমি গতিতে পশ্চিমমুখী, তবে আজ ও রাতে ধীরে ধীরে উত্তর-পশ্চিম ও উত্তরের দিকে মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে উত্তর-পূর্বমুখী হয়ে এর গতি আরও বাড়বে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী সোমবার রাত ও মঙ্গলবার মেলিসার মূল অংশ জ্যামাইকার উপর দিয়ে অতিক্রম করবে, এরপর মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব কিউবা ও বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বাহামা দ্বীপপুঞ্জে পৌঁছাবে।
পূর্ব কিউবায় প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও প্রাণঘাতী ভূমিধসের ঝুঁকি রয়েছে। মঙ্গলবার রাতে ঘণ্টায় প্রচণ্ড গতির ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউ আঘাত হানতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।