Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগারগাঁও-উত্তরা ও মতিঝিল-শাহবাগ পর্যন্ত চলছে মেট্রোরেল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২০:০৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২০:৩৯

মেট্রোরেল।

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আর ফার্মগেটের খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। আর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা রাত ৭টা ১৫ মিনিটে চালু হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সামনে ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৩৪) নামের এক পথচারী নিহত হন। এছাড়াও এই ঘটনায় ২ জন আহত হয়েছেন।

এদিকে, মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের সদস্যদের মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির। এছাড়া, মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর