Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে কেবল কার্গো ভিলেজের কঙ্কাল [ছবি]

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ২৩:৫১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০৯:২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) হঠাৎ আগুনে পুড়েছে হাজারো কোটি টাকার মালামাল। ১৮ অক্টোবর লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। তাদের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর ফায়ার, মেডিক্যাল ও সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দেয়। এর পর টানা সাত ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভাতে সময় লাগে পরদিন ১৯ অক্টোবর সকাল পর্যন্ত। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হন। তবে এতে কেউ নিহত হননি। কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ড এবং পরবর্তী অবস্থার ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর