Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ২৩:০৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০০:৪৬

দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন।

রোববার (১৯ অক্টোবর) দোহার বাংলাদেশ দূতাবাসে পৌঁছলে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান তাকে স্বাগত জানান।

উপদেষ্টা দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং পরিদর্শন করেন এবং সেখানকার কার্যক্রমের খোঁজখবর নেন। বিশেষ করে সেখানে চলমান ই-পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উপদেষ্টা সেবাগ্রহীতাদের যাতে সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা হয় এবং কোনো প্রকার হয়রানির শিকার না করা হয়- সে বিষয়েও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এসময় দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৮ ডিসেম্বর ২০২৫ ১১:০১

চাকরি দিচ্ছে বেলমন্ট গ্রুপ
৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫৫

আরো

সম্পর্কিত খবর