Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইথিওপিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘আফ্রিকা বাংলাদেশ ট্রেড শো অ্যান্ড বিজনেস সামিট’

স্পেশাল করেসপডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৬:২৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:৫৬

আফ্রিকান চেম্বার অব কমার্সের সভাপতি আলমামি কামারার সঙ্গে আফ্রিকান বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জহিরুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে নিয়ে প্রথমবারের মতো ‘আফ্রিকা বাংলাদেশ ট্রেড শো অ্যান্ড বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।

আগামী ১২ ও ১৩ নভেম্বর এই সামিট অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশের ইথিওপিয়া দূতাবাস এবং আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরাম (অইইঋ)। ইভেন্টের ভেন্যু নির্ধারিত হয়েছে ডে লিওপোল হোটেল (De Leopol Hotel)।

ইভেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাক, প্লাস্টিক, চামড়া, জুট ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পখাতের প্রতিষ্ঠানসমূহ। অপরদিকে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী, আমদানিকারক, সরকারি কর্মকর্তা ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যারা বাংলাদেশের পণ্যের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সামিটের বিষয়ে ফোরামের প্রেসিডেন্ট জহিরুল হক (এমবিএ, এমএলিড, পিএমপি) বলেন, ‘এই সম্মেলন হবে আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন যুগের সূচনা। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের তৈরি পণ্যকে আফ্রিকার ৫৪টি দেশে পৌঁছে দিতে কাজ করছি। বিশেষভাবে এই ইভেন্টে আমরা আমাদের ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম ‘কিংমানসা (KINGMANSA)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করব, যা বাংলাদেশি রপ্তানিকারকদের আফ্রিকান বাজারে প্রবেশের জন্য এক অনন্য সুযোগ তৈরি করবে।’

ইভেন্টে থাকছে বিটুবি (B2B) মিটিং, ট্রেড এক্সিবিশন বুথ, ব্যবসায়িক সম্মেলন ও গালা ডিনার। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি খ্যাতনামা কোম্পানি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, যার মধ্যে রয়েছে ডিপন গ্রুপ (Dipon Group)-যারা ইভেন্টটির প্লাটিনাম স্পনসর।

ইথিওপিয়ার বাণিজ্য মন্ত্রণালয়, ইনভেস্টমেন্ট কমিশন ও চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অংশগ্রহণকারীরা ফোরামের পক্ষ থেকে ভিসা সহায়তা, আবাসন, পরিবহন ও নেটওয়ার্কিং সুবিধা পাবেন। ইভেন্টে অংশ নিতে আগ্রহীরা ২০ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.africabangladesh.com/eventsww,w.facebook.com/abbf.b2b
হোয়াটসঅ্যাপ: +224 627868998

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর