Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ নিবন্ধনের অর্থ জমার সুবিধার্থে শনিবার খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২২:৩৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০১:২১

ঢাকা: হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো শনিবার (১১ অক্টোবর) খোলা রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ১২ অক্টোবর পর্যন্ত ব্যাংক লেনদেন সময়ের পরেও হজের অর্থগ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মূলত ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এসআই/এইচআই