Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২১:০৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২৩:০৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা: সকল অংশীজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১০ অক্টোর) বিকেলে রাজধানীর মাদানী নগর এভিনিউ-এ ভাটারা থানা জামায়াত আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেবেল প্লেইং ফিল্ড প্রস্তুত, গণহত্যার বিচার দৃশ্যমানসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা।

প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সকল সাংগঠনিক থানা আমির ও সেক্রেটারিরা।

সেলিম উদ্দিন বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী আমলে জনগণ কোনো ভোট দিতে পারেনি। তাই অগ্রাধিকার ভিত্তিতে আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করতে হবে। একইসঙ্গে কালো টাকা ও পেশীশক্তিমুক্ত নির্বাচন অনুষ্ঠানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন আশাবাদের সৃষ্টি হলেও সরকারের উপর্যুপরি ব্যর্থতার কারণে সাফল্য নিয়ে নানাবিধ সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিবাদীরা নতুন করে মাথাচাঁড়া দিতে শুরু করেছে। দেশে চাঁদাবাজিসহ অপরাধ প্রবণতা বন্ধ হয়নি বরং চাঁদা না দেওয়ায় প্রকাশ্য রাজপথে পাথর মেরে মানুষ হত্যা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বেগম রোকেয়া দিবস আজ
৯ ডিসেম্বর ২০২৫ ০২:৫৮

আরো

সম্পর্কিত খবর