Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে জবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

জবি করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২০:৩০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২১:৪৫

জবির সাবেক শিক্ষার্থী সানজিদা ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী সানজিদা ইসলাম মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, তিনদিন থেকে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেকে স্থানান্তরিত করা হয়। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর