Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধি বহির্ভূতভাবে অর্থ লেনদেন ও উপঢৌকন বিনিময় হলেই ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৬:৪১

ছবি: সারাবাংলা

ঢাকা: বিধি বহির্ভূতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে যাওয়া কোনো শিক্ষক, কর্মকর্তাকে আর্থিক সুবিধা বা উপঢৌকন প্রদান করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা পরিদর্শন, নিরীক্ষা, তদন্ত, নিয়োগ বা পরীক্ষা সংক্রান্ত কাজে অধিভুক্ত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গমন করলে কোনো কোনো প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে আর্থিক সুবিধা বা উপঢৌকন প্রদান করার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাজে শিক্ষক, কর্মকর্তারা অধিভুক্ত কোনো কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে গমন করলে বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে তাদেরকে টিএ, ডিএ বা সম্মানি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তাকে বিধি বহির্ভূতভাবে কোনো আর্থিক সুবিধা বা উপঢৌকন প্রদান করলে সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ভালোবাসায় ধোঁকা! কেন?
৮ ডিসেম্বর ২০২৫ ২০:২৮

আরো

সম্পর্কিত খবর