Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় বিজনেস এক্সপোতে যোগ দিতে ঢাকা ছেড়েছে ডিসিসিআই প্রতিনিধিদল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯

ঢাকা: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এ যোগ দিতে ঢাকা ছেড়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিসিসিআই।

আগামী ১ থেকে ২ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনি মেসোনিক সেন্টারে (এসএমসি) এই এক্সপো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলের সফরকালে অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার সুযোগ অনুসন্ধান করবেন। পাশাপাশি অনুষ্ঠানের পণ্য প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন, বিটুবি মিটিং এবং বিষয় ভিত্তিক সেমিনারে অংশগ্রণের সুযোগ থাকবে, যেখানে বাংলাদেশের পণ্য ও সেবার প্রসার, আন্তর্জাতিক অংশীদারিত্ব শক্তিশালী করা এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ পাবে।

বিজ্ঞাপন

ডিসিসিআই জানিয়েছে, এক্সপোতে তৈরি পোশাক, জুতা, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, খাদ্য ও ফলমূল, পর্যটন, কৃষি, ফার্নিচার, হস্তশিল্প এবং রিয়েল এস্টেট প্রভৃতি বিষয়র ওপর প্রাধান্য দেওয়া হবে।

ডিসিসিআই থেকে অংশগ্রহণকারী ৯টি কোম্পানি হলো- টেক্সট্রেড করপোরেশন, ফিঙ্গারটাচ সার্ভিসেস, ফারইস্ট হোল্ডিংস লিমিটেড, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড, চৌধুরী শাজ্জাদ মনোয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, নায়িশা এন্টারপ্রাইজ লিমিটেড, টোরি ক্রেডিট রিপোর্টস অ্যান্ড কালেকশনস লিমিটেড, টেকফিনা বিপিও অ্যান্ড করপোরেট অ্যাডভাইজারি লিমিটেড এবং আল-আরাফাহ পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর