Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেটেছে গ্যাসের পাইপ
সাড়ে ১২ হাজার সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎহীন ২ লাখ গ্রাহক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭

ফেটেছে গ্যাসের পাইপ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫ গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে গ্যাস পাইপলাইনের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করে যাচ্ছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের ওপর বিদ্যুতের খুঁটি ছিল। দুর্ঘটনার পর সেই খুঁটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কর্মীরা কাজ শুরু করেছে। আশা করি দ্রুত কাজ শেষ করতে পারব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর