Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে প্রবাসী যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৪

নরসিংদী: নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর গণি মিয়া (৩০) নামে এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গণি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে গত তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিল।

নিহতের স্বজনরা জানায়, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় গণি মিয়া। পরে শনিবার সকালে ঘোড়াশাল টানস্টেশনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর শুনে পরিবারের লোকজন ছুটে এসে গণিমিয়ার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহটি দেখতে পায়। নিহত পরিবারের অভিযোগ তাকে কেও হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখেছে।

বিজ্ঞাপন

নরসিংদী রেলওয়ের পুলিশের উপ-পরিদর্শক নাজিমুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর