ঢাকা: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। এর পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।
এ অবস্থায় এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে এ সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, আবহাওয়া অধিদফতরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপজনিত প্রভাবে এ ধরনের পরিস্থিতি দেখা দিচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে গাছপালা উপড়ে পড়া, কাঁচা ঘরের ক্ষতি কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ছোট নৌযান ও ট্রলারগুলোকে গভীর সাগরে না গিয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদেরা মনে করছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মৌসুমি বায়ুর সক্রিয় ধারা অব্যাহত থাকতে পারে। তাই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ঘটনা বার বার ঘটতে পারে।