Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় দুপুরে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা বলছেন, ভাদ্র মাসের শেষ দিকে এসে দেশের বিভিন্ন অঞ্চলে এমন আকাশ মেঘলা থাকা ও হালকা বৃষ্টির প্রবণতা স্বাভাবিক। তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টির পরও গরম কিছুটা অনুভূত হতে পারে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর