Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
ভারতের ‘হ্যান্ডশেক’ কাণ্ডে ক্ষুব্ধ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯

ভারতের হাত না মেলানোয় ক্ষুব্ধ পাকিস্তান

ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘হ্যান্ডশেক’ বিতর্ক। এশিয়া কাপের ম্যাচের আগে পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনায় পাকিস্তান হেড কোচ মাইক হেসন বলেছেন, হাত না মিলিয়ে ভারত অখেলোয়াড়সুলভ আচরণ করেছে।

আরও পড়ুন- যে কারণে ম্যাচ শেষে পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’ করেনি ভারত

গত এপ্রিলে কাশ্মীর ইস্যুতে সংঘাতের পর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছিল। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হবে কিনা, সে নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত গ্রুপ পর্বে মুখোমুখি হলেও বিতর্ক পিছু ছাড়েনই এই ম্যাচের।

টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচের পরেও মাঠে উপস্থিত পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন দুই ভারতীয় ব্যাটার।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, ড্রেসিংরুমে থাকা অন্য ভারতীয় ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরাও পাকিস্তানের কারো সঙ্গে হাত মেলাননি।

ভারতের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে আসেননি পাকিস্তান অধিনায়ল সালমান। সংবাদ সম্মেলনে আসা কোচ হেসন বলছেন, ভারত এমন কাণ্ড ঘটিয়ে অপেশাদারিত্বের প্রমাণ দিয়েছে, ‘আমরা হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ সেটা করেনি। আমরা ড্রেসিংরুমেও এগিয়ে গিয়েছিলাম। সেখানেও তারা দরজা বন্ধ করে দিয়েছে। এটা ভারত একেবারেই ঠিক করেনি। এটা খুবই অপেশাদার আচরণ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর