Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে সাগরে ডুবে নিখোঁজ কিশোর পর্যটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯

নিখোঁজ কিশোর মাহিত আব্দুল্লাহ

বাগেরহাট: সুন্দরবনে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কচিখালী ডিমেরচর সংলগ্ন সাগরে  এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর মাহিত আব্দুল্লাহ ঢাকায় মোহাম্মদপুরের শেখেরটেকের বাসিন্দা শেখ সুলতান মাহমুদ আসাদ ছেলে। তাকে উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে ‘এমভি দি এক্সপ্লোরার’ নামের একটি জাহাজ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে নোঙর করে।

বিজ্ঞাপন

এরপর পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। হঠাৎ করেই মাহিত সাগরের পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিক জাহাজের কর্মী এবং বনরক্ষীরা তাকে উদ্ধারের জন্য সাগরে নামলেও তার খোঁজ পাননি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ডিমেরচর এলাকায় নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য শরণখোলা, কটকা ও কচিখালীর বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর