Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭

ঘটনাস্থল।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল জলিল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভূঞাপুর টেঁপিবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত আব্দুল জলিলের বাড়ি উপজেলার টেঁপিবাড়ি গ্রামে।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে আব্দুল জলিল জমিতে সার দিতে ধান ক্ষেতে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ আপ ময়মনসিংহ মেইল ট্রেনটি টেঁপিবাড়ি এলাকায় পৌঁছলে তার নিচে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশ বাড়িতে নিয়ে যায়।

ভূঞাপুর স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, আজ সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বেগম রোকেয়া দিবস আজ
৯ ডিসেম্বর ২০২৫ ০২:৫৮

আরো

সম্পর্কিত খবর