Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে হামলায় সাংবাদিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২

আহত সাংবাদিক মাহবুবুর রহমান

শরীয়তপুর: শরীয়তপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভেদেরগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, ‘কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় কালু মোল্লা, তার স্ত্রী ও ছেলেসহ কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ভুক্তভোগী ও কালু মোল্লার সঙ্গে জমি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে সালিশি চলাকালীন এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর