Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কূটনীতিকদের সন্মানে বিএনপির নৈশভোজ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১২

বিএনপির আয়োজনে নৈশভোজ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মঈন খান তার বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে রাত ৮টায় অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনের রাষ্ট্রদূতরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাপান, অস্ট্রেলিয়া ও ভুটানের হাইকমিশনাররা। আন্তর্জাতিক সংস্থার মধ্যে ইউএনডিপি ও ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভরাও এই নৈশভোজে উপস্থিত ছিলেন।


বিএনপির আয়োজনে নৈশভোজ। ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই নৈশভোজ ছিল এক প্রীতি আয়োজন, যেখানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বন্ধুত্বপূর্ণ, যা কূটনীতিক ও দলের নেতৃত্বের মধ্যে গভীর আস্থা ও সমঝোতার প্রতিফলন ঘটিয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর