Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৪

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির অফিসিয়াল বাসভবনে সৌজন্য বৈঠক করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কোমিনি কেন ও মিনামি তমো উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বিনিয়োগের পরিবেশসহ পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে জাপানের দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর