Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিফিংয়ে প্রেস সচিব
আ.লীগের ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে সরকার। ঝটিকা মিছিলের পাশাপাশি বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম জানান, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে সাম্প্রতিক আওয়ামী লীগের মিছিলের বিষয়টি নিয়ে আলাপ হয়েছে, এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, ‘দুর্গাপূজা যেন নির্বিঘ্ন হয়, নিরাপত্তা যেন আগে থেকে নেওয়া হয় সে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, যেন সব ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর