Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১

নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছে মির্জা আব্বাস নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে দেখা করে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিস্তারিত জানতে চান।

মির্জা আব্বাস নুরের সাহসী নেতৃত্বের প্রশংসা করে বলেন, “নুর অত্যন্ত সাহসী তরুণ নেতা। তার ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা দুঃখজনক। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি আবার আগের মতো শক্ত হয়ে দাঁড়াবেন।”

বিজ্ঞাপন

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে নুরকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল, পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়।

নুরের চিকিৎসা ও সুস্থতার জন্য রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষরা উদ্বিগ্ন এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর