Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নেপাল মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৭

কাঠমান্ডুতে মুখোমুখি বাংলাদেশ-নেপাল

আগামী অক্টোবরে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কঠিন এই পরীক্ষার আগে নিজেদের ঝালিয়ে নিতে নেপাল সফরে গেছেন জামাল ভুঁইয়ারা। সেখানে স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সফরের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল।

বাংলাদেশ ও নেপাল ফুটবল মাঠে মুখোমুখি হয়েছে মোট ২৪ বার। দুই দলের এই লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশই। লাল সবুজরা জয় পেয়েছে ১৩ ম্যাচে। নেপালের জয় ৮ ম্যাচে। ড্র হয়েছে ৩টি ম্যাচ।

সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২২ সালে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছিল নেপাল। এর আগের দেখায় ট্রাই নেশনস কাপে বাংলাদেশ হেরেছিল ২-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

ফিফা র‍্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে এই মুহূর্তে বেশ এগিয়ে নেপাল। নেপালের অবস্থান ১৭৬, বাংলাদেশ আছে র‍্যাংকিংয়ের ১৮৪তম স্থানে।

নেপাল সফরে বাংলাদেশ দলের সঙ্গে নেই মূল তারকা হামজা চৌধুরী। নেই শমিত সোম, ফাহমিদুলরাও। নেপালের বিপক্ষে তাই খানিকটা ব্যাকফুটে থেকেই মাঠে নামবে বাংলাদেশ।

আজ বিকাল ৫.৪৫ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর