Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনদুর্ভোগ এড়াতে বিএনপির র‍্যালি স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) র‌্যালি স্থগিত করেছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সঙ্গে আলাপকালে এ কথা জানাান তিনি, রাজধানীতে প্রতিদিনের যানজট ও জনভোগান্তি বেড়ে যাওয়ার কারণে এ বছর র‌্যালি আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নগরীর নর্দমা, খাল, পুকুর ও নালা পরিষ্কার করার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘আমরা জনগণের কষ্ট বাড়াতে চাই না। তাই এবার র‌্যালি না করে বিকল্প কর্মসূচি নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোভাযাত্রার মতো কর্মসূচি পালন করা হবে। তবে ঢাকায় মূল কর্মসূচি ভিন্নভাবে পালিত হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর