Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ১০:০২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১২:৪৮

সিরিয়ান আর্মি। ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনীর হামলায় ছয় সেনা নিহত হয়েছেন। ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতরা সবাই ৪৪তম ডিভিশনের সদস্য।

বুধবার (২৭ আগস্ট) ভোরে সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-কিসওয়া শহরের কাছে দামেস্কের গ্রামাঞ্চলে সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে সামরিকীকরণমুক্ত বাফার জোন দখল করে তার দখলদারিত্ব আরও বাড়িয়েছে, যা ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে একটি বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে।

সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া তার ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। দেশটি কুনেইত্রার একটি শহরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ, তাদের ‌বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান এবং হারমন পর্বতের চূড়া এবং বাফার জোনে তাদের অবৈধ উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণারও নিন্দা জানিয়েছে।

বিজ্ঞাপন

আসাদ সরকারকে উৎখাতের পর থেকে ইসরায়েল যুদ্ধবিরতি রেখার পূর্বে সিরিয়ানিয়ন্ত্রিত দিকে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চলের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে, যার মধ্যে এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হারমন পর্বতের চূড়াও রয়েছে।

এদিকে, তাৎক্ষণিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহী জোট দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি গত সপ্তাহে প্যারিসে ইসরায়েলের সেনাকৌশল বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সঙ্গে দেখা করে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির পর থেকে যে ব্যবস্থাগুলো ছিল তা ফিরিয়ে আনার জন্য চাপ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর