Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বীকৃতি চেয়ে ইসিতে আনিসুল-রুহুলের জাপার নতুন কমিটির চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৩:১৭

‎ঢাকা: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) নতুন কমিটির স্বীকৃতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে।

‎সম্প্রতি নির্বাচন কমিশন সচিবের কাছে ‘জাতীয় পার্টির ১০ম কাউন্সিল পরবর্তী নব নির্বাচিত নেতৃত্বের’ তথ্য পাঠিয়ে এ চিঠি দেন তারা।

‎চিঠিতে বলা হয়, ৯ অগাস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সারাদেশের প্রায় ৫ হাজার কাউন্সিলররে অংশগ্রহণে চার জনকে কণ্ঠভোটে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষপদে নির্বাচিত করা হয়েছে। এছাড়া শিগগির কমিশনে হালনাগাদ তথ্য দেওয়া হবে।

‎তবে বারবার জাতীয় পার্টির ভাঙনের মধ্যে দল থেকে বেরিয়ে নিজেদের মূল ধারা দাবি করলেও ‘দলীয় গঠনতন্ত্রে’ চেয়ারম্যান জিএম কাদেরের একচ্ছত্র এখতিয়ারের কারণে এসব আবেদন ইসি আমলে নেবে কিনা ‘সংশয়’ রয়েছে।

‎ইসি কর্মকর্তারা জানান, এখন পযন্ত ইসিতে জিএম কাদেরের দল নিবন্ধিত এবং তাদের প্রতীক লাঙ্গল। এ নিয়ে অন্য কারো কাউন্সিল আমলে নেওয়ার কথা নয়। তবুও যে কোনো ধরনের আবেদন এলে ইসির কাছে উপস্থাপন করা হবে, কমিশন বিষয়টি আলোচনা করে নিষ্পত্তি করবেন।

‎চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ গণমাধ্যমকে বলেন, ৯ অগাস্ট কাউন্সিল করার পরদিনই নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির চারজনের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। বাকি দুইজন হলেন, সিনিয়র কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।

‎তিনি জানান, “আমরা প্রসিডিউর মেনে কাউন্সিলরের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। আমরা তো নিবন্ধিত ১২ নম্বর দলের (জাপা, প্রতীক লাঙ্গল) কাউন্সিল করেছি।”

‎নিজেদের অংশকে জাতীয় পার্টির ‘মূল ধারা’ দাবি করে এবং কাউন্সিলও গঠনতান্ত্রিকভাবে ‘বৈধ’ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে লাঙ্গল নিজেদের বলছেন তারা। আর নিষ্পত্তির বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর