ঢাকা: দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটি
১. নজরুল ইসলাম খান- চেয়ারম্যান
২. বেগম সেলিমা রহমান- ভাইস চেয়ারম্যান
৩. শামসুজ্জামান দুদু- ভাইস চেয়ারম্যান
৪. অ্যাডভোকেট রুহুল কবির রিজভী- সদস্য সচিব
৫. মো. ইসমাইল জবিউল্লাহ- প্রধান সমন্বয়ক
৬. এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল-সদস্য
৭. বিজন কান্তি সরকার- সদস্য
৮. হাবিব উন নবী খান সোহেল- সদস্য
৯. ড. জিয়াউদ্দিন হায়দার- সদস্য
১০. ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল- সদস্য
১১. ড. মাহদী আমিন- সদস্য
১২. সালেহ শিবলী- সদস্য
১৩. এ কে এম ওয়াহিদুজ্জামান- সদস্য
১৪. ড. সাইমুম পারভেজ- সদস্য
১৫. রেহান আসাদ- সদস্য
১৬. জুবায়ের বাবু- সদস্য
১৭. মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর- সদস্য
১৮. আব্দুল কাইয়ুম- সদস্য
১৯. ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন- সদস্য
২০. হুমায়ুন কবির- সদস্য
২১. এ বি এম আব্দুস সাত্তার- সদস্য
২২. ড. মোহাম্মদ জকরিয়া- সদস্য
২৩. মোস্তাকুর রহমান- সদস্য
২৪. এডভোকেট বেলায়েত হোসেন মৃধা- সদস্য
২৫. মেহেদুল ইসলাম- সদস্য
২৬. ডা. ফরহাদ হালিম ডোনার- সদস্য
২৭. প্রফেসর ড. মোর্শেদ হাসান খান- সদস্য
২৮. এ্যাড. কামরুল ইসলাম সজল- সদস্য
২৯. প্রফেসর ডা. হারুন অর রশিদ- সদস্য
৩০. প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু- সদস্য
৩১. ড. কামরুজ্জামান কায়সার- সদস্য
৩২. ইশতিয়াক আজিজ উলফাত- সদস্য
৩৩. আব্দুল মোনায়েম মুন্না- সদস্য
৩৪. আফরোজা আব্বাস- সদস্য
৩৫. মনির খান- সদস্য
৩৬. আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম- সদস্য
৩৭. ইয়াসিন আলী- সদস্য
৩৮. আবুল কালাম আজাদ- সদস্য
৩৯. মাওলানা কাজী মো. সেলিম রেজা- সদস্য
৪০. রাকিবুল ইসলাম রাকিব- সদস্য
৪১. আনোয়ার হোসেন- সদস্য
সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।