সাতক্ষীরা: বাবা এইচ এম গোলাম রেজা গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী। আর ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ জাতীয় পার্টি (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী। দু’জনেই জমা দিয়েছেন মনোনয়নপত্র। লড়বেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মোহাম্মদ মায়াজ নিজে এবং গোলাম রেজার পক্ষে তার দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদের মধ্যে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা সাবেক সংসদ সদস্য। আর তার ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) জেলা পর্যায়ের নেতা।