Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শফিকুল ইসলাম খান

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৫

মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা মহানগর যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

ঢাকা: ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এবং ঢাকা মহানগর যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে লড়ছি। জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে আমি কোনো চাপ বোধ করছি না। আমি মিরপুরের সন্তান। আমি আশা করছি এলাকাবাসী তাদের এলাকার সন্তানকে ভোট দেবেন।’

বিজ্ঞাপন

‎যুবদলের এই নেতা আরও বলেন, ‘আমি ঢাকা-১৫ আসনে মনোনয়ন দাখিল করেছি। আমি আশা করছি এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। নারীরা নিরাপদে থাকবে। আমরা আশা করি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’

‎লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো প্রচারণা শুরু হয়নি। আশা করি নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর