ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি বলেন, ২০২৫ সালের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— ‘মানবাধিকার: আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য’— আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ দীর্ঘ দেড় দশক ধরে “ফ্যাসিবাদী দুঃশাসনের” অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, যে সময়ে মানবাধিকার ও গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ছাত্র-শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ— সবাই মিথ্যা মামলা, কারাবাস, নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
নাগরিক স্বাধীনতার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমানে নিপীড়িত মানুষের প্রতি তার সহমর্মিতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, “আজ আমরা একটি নতুন যাত্রায়— গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষার যাত্রায়।”
দারিদ্র্যকে মানবাধিকার বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি মৌলিক অধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। স্ট্যাটাসে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস ও চিকিৎসাজনিত পরিস্থিতিকে ‘চরম মানবাধিকার লঙ্ঘনের অধ্যায়’ হিসেবে বর্ণনা করে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সবশেষে তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন মানবাধিকার রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।