Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ০৮:৩০

ইউনাইটেড হাসপাতালে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরকে দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

হাসপাতালে তারা বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখতে পারবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো