Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

সারাবাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১৫:১৮

ঢাকা : আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

সোমবার (১৪ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা, মংলা ও কক্সবাজারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিন্ম রংপুরের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি. মি.।
সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। বাসস।

সারাবাংলা/এসআর

আবহাওয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর