Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জানাজায় ড. ইউনূসসহ দেশ-বিদেশের শীর্ষ নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৯

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ দেশ ও বিদেশের বিভিন্ন শীর্ষ নেতা উপস্থিত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে দেড়টার পর তারা জানাজাস্থলে পৌঁছান।

এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং তিন বাহিনীর প্রধানরা জানাজায় উপস্থিত ছিলেন। দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন।

বিদেশি নেতাদের মধ্যে ছিলেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী গাড়িটি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে গুলশান-২ এর উদ্দেশ্যে রওনা হয়। এরপর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অতিক্রম করে কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দফতরের পাশ দিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।

দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় শহিদ জিয়াউর রহমানের সমাধির পাশে সাবেক প্রধানমন্ত্রীকে সমাহিত করা হবে।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

‘আমি আপনার জামাই হতে চাই…’
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর