ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে বাংলাদেশ মিশনের সামনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হিন্দুত্ববাদী চারটি সংগঠন এ কর্মসূচি পালন করে।
এদিকে, টানা কয়েক দিনের বিক্ষোভের পর শনিবার ভারতের দিল্লি, কলকাতা, আগরতলা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন ঘিরে কোনো বিক্ষোভ হয়নি। তবে নিরাপত্তাজনিত কারণে আজ রোববারও বাংলাদেশের সব মিশনে ভিসা সেবা বন্ধ থাকবে।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সরকার বরাবরই নাকচ করে আসছে। সরকার বলছে, বিচ্ছিন্ন কোনো ঘটনাকে সামগ্রিকভাবে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আসামের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন ঘেরাও করে বিক্ষোভ করেন হিন্দুরাষ্ট্র দাবি সমিতি, হিন্দু যুব-ছাত্র পরিষদ, আসাম রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও আসাম হিন্দু ঐক্য মঞ্চের নেতা-কর্মী ও সমর্থকেরা।
ঢাকা ও আসামের কূটনৈতিক সূত্রগুলো জানায়, শনিবার বিকেলে হিন্দুত্ববাদী চার সংগঠনের প্রায় ৭৫ জন নেতা-কর্মী ও সমর্থক দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভের আশঙ্কায় আগেই স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাড়তি নিরাপত্তার অনুরোধ জানায় বাংলাদেশ মিশন। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকেই মিশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীরা মিশনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের মিশন থেকে ১০০ মিটারের মধ্যে আটকে দেয়। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ মিশনে গিয়ে ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ’ জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে।