ঢাকা: নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে ইসি।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তাদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় দুপুর ১টায়, যখন তারেক রহমান আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হন। তিনি প্রথমে আঙুলের ছাপ ও চোখের আইরিস প্রদান করেন। একই সময়ে তার কন্যা জায়মা রহমানও ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।
নির্বাচনি কার্যক্রম চলাকালীন আগারগাঁওয়ে নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ করে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়।